চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

যারা আল্লাহকে অস্বীকার করে তারাই এতিমদের গলা ধাক্কা দেয়: শাহজাহান চৌধুরী

বিজ্ঞপ্তি

২ মার্চ, ২০২৫ | ১০:০৩ অপরাহ্ণ

এতিমের হক নষ্টকারী আখেরাতে নাজাত পাবে না। যারা আল্লাহকে অস্বীকার করে তারাই এতিমদের গলা ধাক্কা দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী।

 

তিনি আরও বলেন, যারা নামাজে অবহেলা করে তারাই জাহান্নামের অধিবাসী হবে। এতিমদের লালন পালন করা সরকার এবং বিত্তশালীদের দায়িত্ব। তিনি সমাজের ধনীদের সম্পদে অসহায় দুঃস্থ ও গরীব মিসকিনদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

রবিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এতিমদের সম্মানে ইফতারপূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ এবং নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

 

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ নূর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, জামায়াত নেতা আ ন ম জোবায়ের প্রমুখ।

 

ইফতারপূর্ব আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চল টিম জামায়াতের সদস্য মুহাম্মদ জাফর সাদেক।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট