চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে মাসব্যাপী বিশেষ ইফতার বাজার উদ্বোধন  

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২৫ | ৮:২৭ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজন করেছে মাসব্যাপী এক বিশেষ ইফতার বাজার।  রবিবার (২ মার্চ) বেলা তিনটার দিকে এ ইফতার বাজারের উদ্বোধন করেন রেডিসন ব্লু’র চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী। তিনি জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং রমজানের শেষ দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে এই ইফতার বাজার।

 

প্রতিদিনের ইফতার বাজারে থাকছে, ১০৯৫ টাকায় ৫০০ গ্রাম বিফ আখনি, ১৩৯৫ টাকায় ৫০০ গ্রাম মাটন তেহারি, ৯৯৫ টাকায় চিকেন তেহারি, ৩৯৫ টাকা চিকেন চাপ, ৩৭৫ টাকায় বারবিকিউ চিকেন, ৪৫ টাকায় ২ পিস বেগুনি, ২৯৫ টাকায় চিকেন আফগানি কাবাব, ৩৪৫ টাকায় ফ্রাইড ফিশ কাটলেট, ১৯৫ টাকায় মাশরুম তানদুরি, ২২৫ টাকায়  ফ্রাইড ফালাফেল, ৫৯৫ টাকায় ল্যাম্ব আদানা কাবাব, ১০৯৫ টাকায় গুলাব জামুন, ১২৯৫ টাকায় স্পেশাল রেশমি জিলাপি, ৮৯৫ টাকায় এক কেজি ফিরনি, ৯৫ টাকা বাকরহানি, ৮৭৫ টাকায় ১ কেজি মাটন হালিম, ৮২৫ টাকায় ১ কেজি বিফ হালিম, ৭২৫ টাকায় ১ কেজি চিকেন হালিমসহ ৪১ আইটেমের মুখরোচক আইটেম।
রেডিসন ব্লু’র পিআর এন্ড ব্রান্ডের সহকারী ব্যবস্থাপক ওয়াসিক জাওয়াদ জানান, রেডিসন ব্লু’র চট্টগ্রাম বে ভিউর লবি ও লেভেল-৩ এর Xchange রেস্টুরেন্টে সাজসজ্জার স্পনসর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এছাড়া এক্সক্লুসিভ “বাই ১ গেট ১” ও “বাই ১ গেট ৩” অফার, যা নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা উপভোগ করতে পারবেন ইফতার শেষে ডিনার বাফেতে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট