রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে মাসব্যাপী বিশেষ ইফতার বাজার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৫ | ৮:২৭ অপরাহ্ণ
পবিত্র রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজন করেছে মাসব্যাপী এক বিশেষ ইফতার বাজার। রবিবার (২ মার্চ) বেলা তিনটার দিকে এ ইফতার বাজারের উদ্বোধন করেন রেডিসন ব্লু’র চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী। তিনি জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং রমজানের শেষ দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে এই ইফতার বাজার।
রেডিসন ব্লু’র পিআর এন্ড ব্রান্ডের সহকারী ব্যবস্থাপক ওয়াসিক জাওয়াদ জানান, রেডিসন ব্লু’র চট্টগ্রাম বে ভিউর লবি ও লেভেল-৩ এর Xchange রেস্টুরেন্টে সাজসজ্জার স্পনসর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এছাড়া এক্সক্লুসিভ “বাই ১ গেট ১” ও “বাই ১ গেট ৩” অফার, যা নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা উপভোগ করতে পারবেন ইফতার শেষে ডিনার বাফেতে।