মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চার দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ মার্চ) নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।
অভিযান পরিচালনাকালে মুদির দোকান, তরকারি, ফল, ডিম ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুতদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ