চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

গুদামে সয়াবিন তেল রেখে সংকট তৈরি, পাহাড়তলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

২ মার্চ, ২০২৫ | ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করাসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (২ মার্চ) নগরীর পাহাড়তলী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

জানা যায়, ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করা এবং অনঅনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ও রং খাবারের ব্যবহার যোগ্য রং হিসেবে বিক্রি করায় মেসার্স ইকরাই স্টোরেকে ১ লাখ ২০ হাজার টাকা, একই অপরাধে কায়সার এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট