চট্টগ্রাম-ফটিকছড়ি রুটে বাস মালিকদের একটি সিন্ডিকেটের রোষানলে পড়ে বন্ধ হওয়া শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস চট্টলা চাকা এক্সপ্রেস তিন মাস পর ফের চলাচল শুরু করেছে। গতকাল শনিবার সকাল থেকে অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে চট্টলা চাকা বাস চলাচল পুনরায় শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি যাত্রীদের দাবির মুখে জনপ্রিয় এই বাস সার্ভিসটি ফের চালু করতে বাস মালিকদের দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। সেখানে শর্ত সাপেক্ষে আরামদায়ক শীতাতপনিয়ন্ত্রিত এই বাস সার্ভিস পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়।
এই বিষয়ে জানতে চাইলে ‘চট্টলা চাকা’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান বলেন, গেল ২৫ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলা প্রশাসন সবার সঙ্গে বসে আলোচনা করেছেন। সেখানে ১ মার্চ থেকে বাস সার্ভিসটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। তবে আমাদের শর্ত দেওয়া হয় প্রতি আধা ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা অন্তর বাস ছাড়তে হবে। পাশাপাশি ভাড়াও ১০ টাকা বৃদ্ধি করতে হবে। সেভাবেই চলছে এখন। তবে ১০ টাকা বেশি ভাড়া দিতে আপত্তি করছেন যাত্রীরা।
এর আগে গেল বছরের ডিসেম্বরের শুরুতে মুনাফালোভী বাস মালিকদের একটি সিন্ডিকেটের রোষানলে বন্ধ হয়ে যায় জনপ্রিয় বাস সার্ভিস চট্টলা চাকা। এরপর থেকেই বাস সার্ভিসটি পুনরায় শুরুর দাবি করে আসছিলেন ফটিকছড়ি এলাকার যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পাশপাশি ২৪ ফেব্রুয়ারী বাস সার্ভিসটি চালুর দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন তারা। এর জেরে বিষয়টি সমাধানে এগিয়ে আসে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
পূর্বকোণ/ইব