পবিত্র মাহে রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। প্রস্তুতির অংশ হিসেবে ভিজিলেন্স টিম গঠন, পানিবাহী গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত রাখা, গভীর নলকূপগুলো পুরোদমে সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেণ গ্রহণ, সর্বত্র তদারকি বৃদ্ধি এবং গ্রাহকদের অভিযোগ জানাতে ৪টি কন্ট্রোল রুম খুলছে সরকারি সেবা সংস্থাটি।
নগরীতে ওয়াসার পানির চাহিদা দৈনিক ৫০ কোটি লিটার। কিন্তু সরবরাহ দিতে পারে ৪৫ থেকে ৪৬ কোটি লিটার। এ অবস্থায় রমজানে আরও কয়েক কোটি লিটার পানির চাহিদা বেড়ে যায়। তাই রমজান মাস আসার আগেই নগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যাপক পদক্ষেপ নিয়ে থাকে ওয়াসা। এবারও আগেভাগে প্রস্তুতি নিয়েছে সেবা সংস্থাটি।
নগরীকে চার ভাগে ভাগ করে চারটি মড’র মাধ্যমে পানি সরবরাহ দেয় ওয়াসা। এবারও প্রত্যেকটি মডকে রমজানে পানি সরবরাহে সক্রিয় ভূমিকা পালনের জন্য নির্দেশনা দিয়েছেন ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে নিজেদের মধ্যে দফায় দফায় সভাও হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দৈনিক পূর্বকোণকে বলেন, পবিত্র রমজান মাসকে ঘিরে ৪টি কন্ট্রোল রুম ও ৭টি ভিজিলেন্স টিম গঠন করেছে ওয়াসা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ ও ২, মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প এবং মোহরা পানি সরবরাহ প্রকল্পের পানি উৎপাদন ছাড়াও বর্তমানে ৪০টির মতো গভীর নলকূপ চালু রয়েছে। এবার রমজান মাসকে ঘিরে আরও ১৫টি গভীর নলকূপ প্রস্তুত রাখা হয়েছে।
পূর্বকোণ/ইব