পবিত্র রমজানে বিদ্যুতের চাহিদা বাড়লেও সেহরি ও ইফতার লোডশেডিংমুক্ত থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এজন্য একগুচ্ছ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, চট্টগ্রামে এই মুহূর্তে দিনে বিদ্যুতের চাহিদা ৮০০-৯০০ মেগাওয়াট। তবে রমজানে বিদ্যুতের চাহিদা ১ হাজার ২০০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। বাড়তি চাহিদা থাকলেও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট এবং মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র চালু থাকায় এই চাহিদা পূরণ করা সম্ভব হবে।
পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন জানান, পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের রক্ষাণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। কোথাও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতে পর্যাপ্ত ট্রান্সফরমার রাখা হয়েছে। এ মুহূর্তে ওভারলোডেড কোন ট্রান্সফরমার নেই।
তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এসব কন্ট্রোল রুমকে নির্দেশনা প্রদান ও নজরদারি করার জন্য কেন্দ্রীয়ভাবেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সবার সহযোগিতায় রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আমরা আশাবাদী।
পূর্বকোণ/ইব