চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার একটি ভবনের বাসার গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় মারধরে বাসার এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটক দুজন হলো- আকাশ ও বায়েজিদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, গৃহপরিচারিকাসহ মিলে ঘরের গৃহকর্তাকে জিম্মি করে। সেখান থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময় দুইজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ভবনের চারপাশে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্বকোণ/পিআর