চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নগর পিতা নয়, সেবক হিসেবে মানুষের পাশে থাকব : শাহাদাত

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৪ | ৩:১৯ অপরাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পর চট্টগ্রামে নেমে ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর পিতা নয়, সেবক হিসেবে ৭০ লাখ মানুষের পাশে থাকতে চাই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম আমার একার শহর নয়, এ শহর ৭০ লাখ মানুষের। আসুন সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর আমরা গড়ে তুলি। এ শহর হবে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি। আমাকে একটু সময় দিন। ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে সেটি পালন করবে। আমি আপনাদের দোয়া, ভালোবাসা চাই। আপনারা আমার হৃদয়ের গভীরে সবসময় আছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি, আপনাদের পরিবারের খোঁজ নেওয়ার কোনো মানুষ ছিল না। আপনাদের বাচ্চাদের খোঁজ রাখার মানুষ ছিল না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিল না। অর্ধাহারে অনাহারে আপনারা দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি। আপনাদের এ ঋণ আমি শোধ করতে পারব না। সারা দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা হয়েছে। মানুষ অসংখ্য মামলায় নির্যাতিত হয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশে ১ লাখ মামলার ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। তারপরও আপনারা আদর্শ থেকে বিচ্যুত হননি।

রবিবার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছেন মেয়র।

তার আগে সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ফুল, মুখে বিজয়োল্লাস।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, মেয়র হযরত শাহ আমানত (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট