চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ বিস্কুটে নতুন স্টিকার, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে পুরাতন স্টিকার এর উপরে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রিসহ নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিামানা করা হয়েছ।

 

সোমবার (৪ নভেম্বর) নগরীর মধ্যম হালিশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

 

তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করা, মেয়াদ থাকা অবস্থায় প্যাকেটজাত পাউরুটির মধ্যে ফাংগাস/ ছত্রাক পড়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে পুরাতন স্টিকারের উপরে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রি করায় নিউ মডেল ফুড’ নামক বেকারিকে ৪০ হাজার টাকা, নির্ধারিত মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দধি বিক্রয় ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ক্যাফে আম্মাজানকে ৮ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট