চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, গতকাল রাতে পুলিশি অভিযান চলাকালে নতুন ব্রিজ এলাকায় জনৈক রায়হান ফেরদৌস মোরশেদ সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে তাকে তল্লাশি করে তার পকেট থেকে কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, এসময় ওই যুবক কৌশলে তার মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করে। এতে তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। তার অনুমতি নিয়ে তার ফোনটি চেক করে অস্ত্র হাতে তার একটি ছবি পাওয়া যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যমতে সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট