চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. ইমরান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬ জন নগরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৭ জন। 

 

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গত ২২ সেপ্টেম্বর  হাসপাতালে ভর্তি হন এবং ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ১০ জন।  

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট