চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলী রেজিস্ট্রি অফিসে ভুয়া জমি দাতা ও দুই সনাক্তকারী আটক

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১১ অপরাহ্ণ

পাহাড়তলী সাব রেজিস্ট্রি অফিসে ভুয়া দাতা সেজে আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করতে এসে মো. শহিদ নামের এক ব্যক্তি ও তার দলিল সনাক্তকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী রেজিস্ট্রার আলী আজগর ।

 

তিনি জানান, রেজিস্ট্রি অফিসে এক আমমোক্তানামা দলিল রেজিস্ট্রি করতে আসলে জবানবন্দিতে দলিলের দাতার কথাবর্তা অসংলগ্ন মনে হলে দাতা ও সনাক্তকারীদের আটক করা হয়। খতিয়ানে জায়গার মালিকের নামের সাথে শহিদের নাম হুবহু মিল থাকায় যাচাই বাছাই চলছে। তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। জায়গার মূল মালিক শহিদুল ইসলামকে খবর দেয়া হয়েছে। তিনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি নিচ্ছেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট