চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আবাসিক হোটেলে আগুন, ধোঁয়ায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০২৪ | ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ধোঁয়ায় একব্যক্তির মৃত্যু হয়েছে।

 

নিহত আব্দুল বারেক (৫৫) সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন।

 

মঙ্গলবার (৭ মে) রাতে অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দিবাগত রাত পৌনে ১টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈদুত্যিক গোলযোগে হোটেলের স্টোর রুম থেকে লাগা আগুনের ধোঁয়া ওই কক্ষে ছড়িয়ে পড়ে।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। নিহত বারেকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট