নগরীর কোতোয়ালী থানার অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. জনি নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) রুবেল মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জনিকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ