চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের নগরীর বায়েজিদ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে মোবাইল, নগদ টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতর হলো- মো. সুজন (২৫), মো. রবিউল হাসান (২৩), মো. শাহিন (২৪), মো. খালেদ মাহমুদ সালমান (২০) ও মো. মাঈনউদ্দিন (২৪)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গতকাল মো. বিজয় নামে এক ট্রাকচালক দিবাগত রাত ১টায় বন্দর থেকে মালামাল নিয়ে মাইজপাড়া বিএসআরএম গলিতে সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল। এসময় কয়েকজন ছিনতাইকারী ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ট্রাক চালকের চিৎকারে অন্যান্য চালকরা এসে দুই জনকে আটকে ফেলে। এসময় তাদের কাছ থেকে মোবাইল, ছিনতাইকৃত টাকা ও ব্যাটারি রিকশা উদ্ধার করা হয়। তিন জন পালিয়ে যায়। পুলিশ আটকে রাখা দুই জনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে বিাগত রাত ২টায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া তিন ছিনতাইাকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট