চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

মাধ্যমিকের ১৩% বই পৌঁছেনি, সিংহভাগই নবম শ্রেণির

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

বই বিতরণের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো প্রায় ১৯ লাখ বই পায়নি চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। যা মোট বইয়ের প্রায় ১৩ শতাংশ। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছে দেয়ার কথা ছিল সরকারের। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়- পঞ্চম থেকে সপ্তম শ্রেণির বই পুরোপুরি এলেও অষ্টম ও নবম শ্রেণির বই এখনো পুরোপুরি পায়নি শিক্ষার্থীরা। জেলা অফিস থেকে বই না পাওয়ায় এসব বই শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হয়নি বলে জানান বিদ্যালয় প্রধানরা। নতুন কারিকুলামের কিছু বই ছাড়া বাকি বই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে বলে জানান চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার।

 

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিকের ১ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ১৬২ বইয়ের চাহিদার বিপরীতে ইতোমধ্যে বই পৌঁছেছে ১ কোটি ৩০ লাখ ২ হাজার ৮৪৫টি। এরমধ্যে ইবতেদায়িতে ৩ লাখ ২১ হাজার ৭৪৬ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ছিল ১৬ লাখ ৮ হাজার ৭০টি। দাখিল ভোকেশনালে ৩০০ শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ৫ হাজার ১০০টি। মাধ্যমিক বাংলা মিডিয়ামে ৭ লাখ ৪১ হাজার ৫৪ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ১ কোটি ৩ লাখ ৭৪ হাজার ৭৫৬টি। মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে ১১ হাজার ৫০ জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ছিল ১ লাখ ৫৪ হাজার ৭০০টি। এছাড়া, এসএসসি ভোকেশনালে ৮ হাজার ৬০০ শিক্ষার্থীর বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ২০০টি বইয়ের চাহিদা ছিল।

 

চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক ছাত্র জানায়, তারা গত রবিবার বই পেয়েছে। তবে একটি বই গতকাল সোমবার পর্যন্ত পায়নি।

 

জানতে চাইলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, নবম শ্রেণির জীবন ও জীবিকা এবং শিল্প ও সংস্কৃতি বই ছাড়া বাকি বই আমরা শিক্ষার্থীদের কাছে বিতরণ করেছি। এই দুটো বই ঢাকা থেকে আমাদের কাছে আসা মাত্রই আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।

 

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, অধিকাংশ বই ইতোমধ্যে আমরা স্কুলে স্কুলে পৌঁছে দিয়েছি। আর যে সব বই এখনো স্কুলে পৌঁছেনি, আমাদের কাছে বই আসা মাত্রই সেগুলো পৌঁছে দিচ্ছি। এখন প্রতিদিনই বই আসছে, আমরা সেগুলো পৌঁছেও দিচ্ছি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট