বায়েজিদ থানার হিলভিউ এলাকায় অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি প্রস্তুতি ও গণধর্ষণ মামলা রয়েছে বলে পূর্বকোণ অনলাইনকে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তাররা হলেন : সাব্বির হোসেন শাওন (২১), মো. ইমরান (২৭), মো. নজরুল (২৬), ইসমাইল উদ্দিন আকাশ (২৫), মো. হাসান (২৬), মো. সজিব (২৩), ইয়াসিন রায়হান হৃদয় প্রকাশ বাবু (২৪), মো. রমজান (২২), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২৪), মো. হাবিব (৩৯), মো. রাসেল (২২), ইমরান হোসেন (৩০), মো. ইমন (২২), আরিফুল ইসলাম (৩০), মো. মানিক (৩৫), মো. সুমন (২৯) ও মো. মনির হোসেন (২৪)।
পূর্বকোণ/আরআর/পারভেজ