২০২৩ সালে মেটলাইফের সেরা এজেন্সি হিসেবে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের হারুন এজেন্সি। এ নিয়ে টানা ২ বার এই স্বীকৃতি অর্জন করলো হারুন এজেন্সি। চট্টগ্রামের জুবিলী রোডে অবস্থিত হারুন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মো. হারুন অর রশিদের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে তার ব্রাঞ্চের সকল ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
জীবন বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বীমা খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সন্তোষজনক গ্রাহকসেবা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য হারুন এজেন্সিকে এই স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে, গ্রাহকদের পরিপূর্ণ বীমা সেবা দেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহারে বিশেষ দক্ষতা ও সুনাম অর্জন করেছে হারুন এজেন্সি।
সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে ব্রাঞ্চ ম্যানেজার মো. হারুন অর-রশিদের হাতে ‘সেরা এজেন্সি ২০২৩’ ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশন্স অফিসার কামরুল আনাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি ডেভেলপমেন্ট অফিসার, মোহাম্মদ আশরাফুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খুরশীদ আলম কায়সারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, মেটলাইফ এর পক্ষ থেকে হারুন এজেন্সির সবাইকে অভিনন্দন জানাই। বাংলাদেশে বীমা পেশাতেও যে সফলভাবে ক্যারিয়ার গড়া যায় তা সবার সামনে তুলে ধরেছেন আমাদের এজেন্টরা। তাদের পেশাগত উন্নয়নে আমরা আমাদের বিনোয়োগ অব্যাহত রেখেছি এবং আমি আশা করি এই সাফল্য সবার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ