চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

কোতোয়ালী আসনে আবারও নির্বাচিত নওফেল

অনলাইন ডেস্ক

৭ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম ৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছে মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার রাতে নগরের রির্টানিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রির্টারিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। 

 

মোট ১৪২টি কেন্দ্রের ফলাফলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সানজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। এছাড়া ন্যাপের মিটুল দাশগুপ্ত পেয়েছেন ৯২৮ভোট, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১৯১৪ ভোট, ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন ১৫৩২ ভোট, কল্যাণ পার্টির মুহাম্মদ নূরুল হোসাইন পেয়েছেন ৫৩৭ ভোট ও তৃণমূল বিএনপির সুজিত সাহা পেয়েছেন-৬৭২ভোট।

 

চট্টগ্রাম-৯ আসনের ৪ লাখ ৯ হাজার ৫৮৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন১ লাখ ৪০ হাজার ৮৭৪ জন ভোটার। যার মধ্যে ২৩১৬টি ভোট বাতিল হয়ে যায়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট