ভোটের সকালে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বলেন, ‘শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।’
‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।’
সংঘর্ষের বিষয়ে কথা বলতে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি। সূত্র : বিডিনিউজ
পূর্বকোণ/এসি