চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৪ | ১০:২১ পূর্বাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রামে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জামসহ ব্যালট পেপার।

 

 

নির্বাচনী সহিংসতা এড়াতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

 

আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র‌্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট