চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চবি অধ্যাপক হামিদা বানু আর নেই

চবি সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারী জাগরণের অগ্রদূত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হামিদা বানু (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রথম নামাজের জানাজা আজ বাদ এশা উত্তরা সেক্টর ৪-এ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ৮টায় ঘোড়াশাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে ঘোড়াশাল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

উল্লেখ্য, হামিদা বানু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

 

 

পূর্বকোণ/রায়হান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট