চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারি, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে চান্দগাঁওয়ের মোহরার চর রাঙামাটিয়া এলাকায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর রাঙামাটিয়ার ইউসেফ মাবিয়া-রশিদিয়া টেকনিক্যাল স্কুলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া বাসে এই ঘটনা ঘটে। তবে এ সময় গাড়িতে নির্বাচনী সামগ্রী ছিল না।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, চট্টগ্রাম-৮ আসনে ইউসেফ মাবিয়া-রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি বাস যায়। বাস থেকে নির্বাচনী সরঞ্জাম নামিয়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। সন্ধ্যার দিকে বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কালুরঘাট স্টেশন ঘটনাস্থলে ছুটে যায়। ৪৫ মিনিটের চেষ্টায় ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট