দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের সাথে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের দুই প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে সাক্ষাৎ করেন তারা। এ সময় সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ দুই সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল পাঠিয়েছেন চট্টগ্রামে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ