চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞপ্তি

৩ জানুয়ারি, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আমরা চাই এ ধরনের মানবিক কার্যক্রম প্রচারিত হোক। তবে এই জন্য না যে, আমাদের প্রচারণার প্রয়োজন রয়েছে। বরং এই জন্য যে, সমাজের সামর্থ্যবান ও সম্পন্ন ব্যক্তিবর্গ এতে অনুপ্রাণিত হবে এবং সামর্থ্যানুযায়ী নানা মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গণি, সদস্য মো. জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মো. মেলিম নাসের, হিসাব কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট