চট্টগ্রামের খুলশীতে হত্যা মামলার আসামি মো. জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জাহিদ হোসেন (২৩) কুমিল্লার লাকসাম থানাধীন শ্রীতুষি বাজার এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাসের রেলওয়ে কলোনির সামনে থেকে ছোরাসহ আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় একটি হত্যা মামলা রয়েছে।
পূর্বকোণ/এএইচ