বাংলাদেশের দুর্দিনে রাশিয়া বন্ধুর পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর জামালখানের প্রেস ক্লাবে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরানকে আমরা করবো জয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, বাংলাদেশের মানুষের দুর্দিনে সবসময়ই উদারতার হাত বাড়িয়ে দেয় রাশিয়া। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী যখন যুক্তরাষ্ট্রের সহায়তায় বিনা উস্কানিতে রাতের আঁধারে মানুষ হত্যা করতে শুরু করে ঠিক তখনই বাংলাদেশের জনগণের পক্ষে জাতিসংঘে অবস্থান নেয় রাশিয়া। বাংলাদেশের পক্ষে রাশিয়া ছিল বলেই পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠানোর সাহস পায়নি যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, যখনই বিশ্বের মানুষ দুর্দশাগ্রস্ত হয় তখনই নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায় রাশিয়া। ঠিক এখনো রাশিয়া বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্বীকার করে অতীতের মতো ভবিষ্যতেও রাশিয়াকে বাংলাদেশের পাশে থাকার উদাত্ত আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোহাম্মদ ইলিয়াছ, আশিকুননবী চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহম্মেদ ইমু, সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সহ-সভাপতি নাঈম রনি, সান্তু সৌম, আরাফাত সজোয়ার জিকু, হাবিব রহমান, আশীষ সরকার নয়ন, মিজানুর রহমান, ফরহাদ বিন জামাল শুভ প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ