প্রিয়নবীর আগমন প্রাণের মহান ঈদে আজম উপলক্ষে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম ডবলমুরিং শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ অক্টোবর) নগরীর বেপারীপাড়া থেকে চৌমুহনী মোড় পর্যন্ত আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা পরবর্তী সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডবলমুরিং থানা শাখার আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল্লামা এমদাদুল হক সায়ীফ। আরও উপস্থিত ছিলেন শহীদুজ্জামান, ইয়াসিনুল হক, হানিফ সরদার, লোকমান হোসেন লাভলু, নাফিস মোবারক, লুৎফুর রহমান লিটন, মহিন উদ্দিন, সাখায়াত হোসেন, ইঞ্জিনিয়ার নাঈম রাজু, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাফর ইকবাল প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখ- দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই। তিনি প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহবান জানান।
সবশেষে আগামীর লালদিঘী ময়দানে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার মহাসমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহবান করেন ও সালাতুসালাম এর মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।
পূর্বকোণ/এসি