চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম থেকে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা থেকে চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের সমাপনি সমাবেশে থেকে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারি থেকে রোডমার্চ শুরু হয়। চট্টগ্রামের কাজির দেউড়ী গিয়ে রোডমার্চের সমাপ্তি হয়।

কর্মসূচি
৯ অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ/মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন।

এছাড়াও আগামী ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় জন সমাবেশ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট