চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ১৪০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মেয়র বলেন, অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা। আমাদের সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা সংগঠিত হয়। আমরা সচেতন হলে এসব দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়। তিনি ক্ষতিগ্রস্থদের ১৪০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউলসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থদের বিপদে হতাশ না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
এ সময় সিটি মেয়রের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এম.ইলিয়াছ সরকার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ