চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আলুর কেজি ৩৬ লিখে ৪০ টাকা বিক্রি, জরিমানা ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর, ২০২৩ | ১০:২৪ অপরাহ্ণ

৩৬ টাকা লিখে মূল্য তালিকা টাঙিয়ে প্রতিকেজি আলু খুচরায়  ৪০ টাকা দরে বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ অক্টোবর) কর্নেল হাটের আইয়ুব অ্যান্ড ট্রেডার্স-এ অভিযানে এই জরিমানা করেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।  

তিনি জানান, মূল্য তালিকায় আলুর দাম লেখা ৩৬ টাকা কিন্তু একটি রশিদে দেখি ৫ কেজি আলুর দাম রাখা হয়েছে ২০০ টাকা, ১০ কেজির দাম ৪০০ টাকা, ২ কেজির দাম ৮০ টাকা। অর্থাৎ প্রতিকেজি খুচরায় বিক্রি করছে ৪০ টাকা। তাই ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মরিয়ম ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা। একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য ৫ হাজার টাকা ও ক্যাফে আজমিরে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট