চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৬ বছরেও নেয়া হয়নি সিডিএ’র আবাসন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অন্যতম দায়িত্ব হলো আবাসন প্রকল্প বাস্তবায়ন করা। কিন্ত গত ১৬ বছরেও সিডিএ নতুন কোন আবাসন প্রকল্প বাস্তবায়ন করেনি। সরকারিভাবে নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মানুষ সহনীয়মূল্যে আবাসন সুবিধা পাচ্ছে না। বেসরকারিভাবে গড়ে উঠা আবাসন ফ্ল্যাট কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও বর্তমান সময়ে সিডিএ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পরিকল্পিত নগরী গড়তে আবাসিক এলাকার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

 

জানা যায়, গত ছয় দশকের বেশি সময়ে ১২টি আবাসন প্রকল্পে পাঁচ হাজারের বেশি প্লট বরাদ্দ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে এর কোনোটিতে ঠাঁই হয়নি নিম্ন ও স্বল্প আয়ের মানুষের। দেশের ছিন্নমূল মানুষের আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও তা অপ্রতুল। ফলে বিশ্ব বসতি দিবস হলেও এসব মানুষের জন্য বসতি হয় না। চট্টগ্রাম শহরের মানুষের আবাসন নিশ্চিত করতে সিডিএ বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। তবে তা দরিদ্র বা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে।

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে, ২০০৭ সালে সিডিএ সর্বশেষ আবাসিক এলাকা নির্মাণ করে। এক হাজার ৫২১টি প্লট নিয়ে এই অনন্যা আবাসিক এলাকা বাস্তবায়ন করে সিডিএ। এরপর থেকে আর কোন আবাসন প্রকল্প বাস্তবায়ন করেনি এই সংস্থা। অন্যদিকে, সিডিএ নতুন করে আবাসন প্রকল্প না নিলেও বিগত কয়েক বছরে দুইটি ফ্ল্যাট প্রকল্প নির্মাণ করেছে এবং বর্তমানে আরো একটি ফ্ল্যাট প্রকল্পের কাজ চলমান রয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট