চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাসে যাত্রীর ব্যাগে সাড়ে ৪ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তার মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) পিরোজপুরের কাউখালী থানার মধ্যম শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গণপরিবহনে ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে খুলনায় যাওয়ার খবর পেয়ে অলংকার মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় খুলনাগামী জিএস ট্রাভেলস বাসে মো. মহিদুল ইসলাম মৃধার ব্যাগ থেকে ৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, মৃধা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে সেগুলো পিরোজপুরে মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট