জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার সক্রিয় কর্মী আবদুল্লাহ ওমর সরকারকে চান্দগাঁও এলাকা হতে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাচঁটার সময় তাকে আটক করা হয়েছে বলে পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান।
আটক আবদুল্লাহ ওমর সরকার চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরার জসিম উদ্দিন সরকারের ছেলে।
উপ পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) জানান, জামায়াতে ইসলামের চান্দগাঁও থানা শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন সরকারের ছেলে আবদুল্লাহ ওমর সরকার। সে নিজেও জামায়াতে সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও থানায় একাধিক নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ