মাছ ধরার ট্রলারে চাকরি দেয়ার নামে কক্সবাজারের মহেশখালী এলাকায় নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের বঙ্গোপসাগরের তীরবর্তী লম্বরীঘাট নামক এলাকা থেকে ৪ ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন :আব্দুল করিম জীবন (১৯), মো. হাসান প্রকাশ হাকিম বাদশা (২২), মেহেদী হাসান (২৭), মো. হারুন (৩৭), ও নুরুল হক (৪৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, গত ২ আগস্ট আনছারুল করিম (১৬) , মো. মনির (১৩), আজিজুর রহমান (১৬), মজিদুর রহমান (১৭) চারজনকে মাছ ধরার ট্রলারে চাকরির নামে নিয়ে গিয়ে আটকে রেখে জন প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তার আসামিরা। পরে সেই নাম্বারের সূত্র ধরে আজ সোমবার অভিযান চালিয়ে টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়। আসামি আব্দুল করিম জীবন এ রকম চাকরির কথা বলে লোক সংগ্রহ করে। হাকিম বাদশা তার মোবাইল ব্যবহার করে অপহরণকারীদের সাথে যোগাযোগ রাখে। মেহেদী জীবনও হাকিমের ভাই। ভিকটিমদের স্থানান্তর করা হয় হারুনের মাধ্যমে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ