চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পরিত্যক্ত ভবন থেকে হাত-পা বাঁধা তিনজন উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৩ অপরাহ্ণ

নগরীর বন্দর থানাধীন রোহিঙ্গা পাড়ার পরিত্যক্ত ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তিনজনকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (বন্দর- পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন : মো. ইসমাইল হোসেন মুন্না, মো. ফাহাদ আল কাদেরী, মো. সোলেমান হোসেন শাকিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিপণের জন্য অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার রাত ৯টার সময় তিনজনকে উদ্ধার করা হয়েছে। নগরীর বন্দর থানাধীন রোহিঙ্গা পাড়ার সিডিএ ৯ নং ব্রিজ সংলগ্ন মৃত জিন্নাত আলীর বিদ্যুৎ বিহীন অন্ধকার পরিত্যক্ত ৩ তলা ভবনের ছাদের উপর হতে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার তিনজন হলো মো. জিন্নাত ইসলাম, মো. ওয়াসিম, মো. রাসেল।

তিনি আরও জানান, অপহরণকারী চক্রের সদস্য মো. ইসমাইল হোসেন মুন্না বি-বাড়িয়া জেলা থেকে চট্টগ্রাম শহরে এসে মো. ফাহাদ আল কাদেরী ও  মো. সোলেমান হোসেন শাকিলের সহায়তায় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা হতে ভিকটিমদের অপহরণ করে। পরে তাদের  ঘটনাস্থলে এনে বেধরক মারধর করে পরিবারের কাছে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।  অপহরণকারীদের নিকট তথ্য ছিল যে টার্গেটদের নিকট অনেক টাকা পয়সা পাওয়া যাবে। মুক্তিপণের টাকা না পাওয়ায় শুক্রবার থেকে শনিবার রাত ৯ টা পর্যন্ত আটক করে পিটিয়ে তাদের চিৎকারের আওয়াজ তাদের বাবা মাকে মোবাইল ফোনে শুনিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। টাকা না পেলে পিটিয়ে মেরে ফেলবে বলে ভিকটিমদের অভিভাবকদের জানাচ্ছিল। এই অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট