চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে আটক দুদক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় আটক কামরুল হুদা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।

 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা অভিযুক্ত মো. কামরুল হুদা দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। 

 

তিনি আরও বলেন, এ নিয়ে গতকাল (শনিবার) সন্ধ্যায় টাকা রিসিভ করতে দুদক কর্মকর্তা কামরুল চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে আসেন। অন্যদিকে বিষয়টি আগেই পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করে রাখেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী। সন্ধ্যায় উভয়ের মধ্যে বৈঠক চলাকালেও পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করে। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে মামলা রুজু করে পুলিশ। মামলায় দুদক কর্মকর্তা কামরুল এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট