চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ ২.০

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে রোড টু গ্রিন আর্থ-২.০ শিরোনামের প্রজেক্ট আয়োজন করেছে ওয়ান ম্যান আর্মি নামে একটি সংগঠন। এই প্রজেক্টের আওতায় নগর ও গ্রামের স্কুলে প্রায় ১ হাজার ৫০০ ফলজ, বনজ এবং ভেষজ ক্যাটাগরির গাছ বিতরণ করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা পাইলট স্কুল, হিলভিউ পাবলিক স্কুল এবং নাসিরাবাদ সরকারি স্কুলে বিভিন্ন ধাপে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। গাছ বিতরণের পাশাপাশি প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে উৎসাহিত করার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্কশপ আয়োজন করা হয়।

 

ওয়ান ম্যান আর্মির প্রতিষ্ঠাতা এবং পরিচালক মুহাম্মদ তৈয়ব জানান, আমাদের প্রধান লক্ষ্য সবুজায়ন ও পরিবেশ রক্ষায় কাজ করা। আমাদের এই উদ্যোগ পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে সেটা নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট