চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রীতিলতার আত্মাহুতি দিবসে পথিকৃৎ পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪৫ অপরাহ্ণ

বৃটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস স্মরণে পাহাড়তলীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে পথিকৃৎ পাঠাগার।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলিতার মনুমেন্টে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম পাঠচক্র ফোরামের সমন্বয়ক সত্যজিৎ বিশ্বাস, পথিকৃৎ পাঠাগারের সমন্বয়ক শ্রীকান্ত বিশ্বাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা আহবায়ক এ্যানি চৌধুরী ও শিশু কিশোর সংগঠন বিহঙ্গের সংগঠক হৃদয় বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে প্রীতিলতা ওয়েদ্দার সেদিন যে স্বপ্নের জন্য লড়াই করেছিলেন তা আজও অপূরণীয়। আজ ব্রিটিশ-পাকিস্তান নেই, অথচ স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক কাঠামো তাদের শোষণ, শাসন ও লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আমাদের শাসকেরা। বর্তমানে জনগণের ভোটের অধিকার নেই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। অথচ শ্রমিকের ন্যায্য মজুরি নেই, ট্রেড ইউনিয়ের অধিকার নেই। মাথার উপর ঝুলছে বাকস্বাধীনতা খর্বকারী ‘সাইবার নিরাপত্তা আইন’। তাই প্রীতিলতার সংগ্রামের প্রতি তখনই শ্রদ্ধা জানানো হবে যদি আমরা গণতান্ত্রিক ও বৈষম্যমূলক সমাজের লড়াইকে এগিয়ে নিতে পারি।

সবশেষে বিহঙ্গ সংগঠনের সদস্য বিপ্লব দে প্রীতিলতার মায়ের চিঠি পাঠ করে শোনান।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট