চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকারে মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

পূর্বকোণ ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ার বেল্টে থাকা পরিত্যক্ত একটি ব্যাগ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক কাস্টমস হাউজের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ। এসব স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।

 

কাস্টমস হাউজ জানায়, শুক্রবার ওমান থেকে আসা বিমানের লাগেজগুলো কনভেয়ার বেল্টে দিলে সেখানে একটি ব্যাগের মালিক পাওয়া যায় না। পরে ব্যাগটি স্ক্যানিংয়ে দিলে দেখা যায় ব্যাগের মধ্যে রাইস কুকার রয়েছে। তার ভেতরে ধাতু জাতীয় কিছু ধরা পড়ে। পরে রাইস কুকারটি খুলে দেখা যায়, বিশেষ কায়দায় চারটি স্বর্ণের বার প্রলেপ দিয়ে সংযুক্ত করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো মালিক না পাওয়া সাপেক্ষে পতেঙ্গা থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট