চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ

হাটহাজারী থানার আলোচিত ধর্ষণ মামলার আসামী মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মোহাম্মদ রুবেল নগরীর বায়েজিদ বোস্তামী থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত সোলেমানের ছেলে।

 

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে র‌্যাব-৭ এর সহকারি পরিচালক শরীফ উল আলম বলেন, ভুক্তভোগী নারীর সাথে রুবেলের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে স্থিরচিত্র ধারণ করে। এ স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে রুবেল। এক পর্যায়ে তারা এক সাথে বসবাসও শুরু করে।

 

গত ১৮ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলা দায়েরের পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

 

পূর্বকোণ/ইসমাইল/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট