চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভবনে এডিস মশার লার্ভা, চট্টগ্রামে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:২৪ অপরাহ্ণ

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এবং রাস্তায় আবর্জনা ফেলায় চট্টগ্রামে ৬ ব্যক্তিকে ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কাতালগঞ্জ, মির্জাপুল, পাঁচলাইশ থানার মোড়, প্রবর্ত্তক মোড় ও গোলপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন ফেরদৌস।

তিনি জানান, অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ওয়াজিহুম বাগকে ২৫ হাজার, কাতালগঞ্জের আশিয়ার্সহোম ট্রাপকে ৩০ হাজার, মেয়াদোত্তীর্ণ দধি বিক্রি ও দোকানের সামনে আবর্জনা পাওয়ায় হোম রেসিপিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তায় বালি রাখায় ফিনলে প্রপার্টিজকে ২ হাজার টাকা, রাস্তায় আবর্জনা ফেলায় মদন দাশকে ২ হাজার এবং দোকানের সামনে আবর্জনা ফেলায় মোরশেদ স্টোরকে দেড় হাজার টাকাসহ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট