চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪৭ জন। এছাড়া বাকি ৪৫৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৭ জন ও জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২৮২ জন ভর্তি রয়েছেন। জেলায় এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন।
পূর্বকোণ/আরআর/এএইচ