চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভাটিয়ারিতে ৫ কোটি টাকার আইস নিয়ে পাঁচজন ধরা

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ভাটিয়ারিতে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ পাঁচজনকে আটক করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় ভাটিয়ারি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছে ১ কেজি ওজনের এক প্যাকেট আইস বা ক্রিস্টাল মেথ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। মাদক অধিদপ্তরের দায়িত্বশীলদের উপস্থিতিতে এই মাদক শনাক্ত করা হয়। মাদকের প্যাকেটটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট