চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহাবুদ্দিনকে (৫৫) আট বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহাবুদ্দিন চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকার হাজী নূরুল ইসলামের ছেলে।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) চান্দগাঁও থানার একতারা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দীনকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চান্দগাঁও থানার একতারা মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট