চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় বিকাশ অফিসের ভল্ট ভেঙে সাড়ে ৪৬ লাখ টাকা চুরি

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৮ জুলাই, ২০২১ | ১১:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এজেন্ট ডিস্ট্রিবিউটরের অফিসের ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা লুট হয়েছে। বুধবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলা সদরে এই ঘটনা ঘটে।

পেকুয়া এজেন্টের হিসাবরক্ষক আসাদুর রহমান বলেন, লকডাউনের ফলে ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়ায় আমরা গত দুইদিন নগদ টাকা জমা দিতে পারিনি। তাই আমাদের অফিসে নগদ টাকা জমে যায়। বুধবার রাতে আমরা ভাত খেতে বাইরে গেলে ওঁৎপেতে থাকা চোরের দল হানা দেয়। পরে অফিসে ফিরে আমরা দেখতে পাই ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা নিয়ে গেছে চোরের দল।

বিকাশের পেকুয়া শাখার ইনচার্জ রেজাউল করিম বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মাস্কে মুখ ঢেকে এক যুবক ভবনের সিঁড়ি বেয়ে তিন তলায় ওঠে আসে। আমাদের অফিসের দরজার ওপরে থাকা বিদ্যুতের মেইনসুইচ অফ করে দেয়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো অফিস। বন্ধ হয়ে যায় সিসিটিভি ক্যামেরা। এরপর চোরের দলের অপর সদস্যরা অফিস ও ভল্টের মোট পাঁচটি তালা ভেঙে নগদ টাকাগুলো নিয়ে যায়। তবে ভল্টের পাশের টেবিলের ড্রয়ারে থাকা নগদ সাড়ে চার লাখ টাকা অক্ষত আছে।

বিকাশ পেকুয়া এজেন্টের ডিস্ট্রিবিউটর আমিনুল ইসলাম বলেন, আমাদের অফিসের নীচতলায় ইসলামী ব্যাংক ও আশেপাশে ভবনে বিভিন্ন ব্যবসায়িক অফিস রয়েছে। এমন একটি বাণিজ্যিক এলাকায় এতবড় চুরির ঘটনায় আমি খুবই হতাশ। চুরির এ ঘটনায় পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, এজেন্ট ও এর আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

পূর্বকোণ/জাহেদ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট