চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৯

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৪ | ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

সোমবার (৫ মে) দুপুর ১২টায় মহসিন কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে আহতরা হলেন- বিএসএস শেষ বর্ষের ছাত্র মফিজুর রহমান, বিবিএস তৃতীয় বর্ষের আরমান হোসাইন, চতুর্থ বর্ষের মোহাম্মদ তাকিব, দ্বিতীয় বর্ষের আরবিন আরমান, বিএসএস তৃতীয় বর্ষের সাইদুল, নাফিস, রিমন, এইচএসসি দ্বিতীয় বর্ষের অন্তর ও বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাব।

 

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দীন বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আজ সমাবেশ ও পদযাত্রা করে মহসিন কলেজ ছাত্রলীগ। সকালে আমরা কলেজ গেট থেকে পদযাত্রা বের করি। পদযাত্রাটি চকবাজার ঘুরে এসে কলেজ গেটে আসার সাথে সাথে থানা ছাত্রলীগের সভাপতি জাহেদের নেতৃত্বে বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে আমাদের নয়জন শিক্ষার্থী আহত হয়।

 

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, কথা কাটাকাটির জের ধরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট