চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে ভোট কাল

মহেশখালী সংবাদদাতা

৭ মে, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রের ৫৭৮টি বুথের সকল ভোট সরঞ্জামাদি নিয়ে নিরাপত্তা সহকারে ভোট কেন্দ্রে পৌঁছেছেন প্রিসাইডিং কর্মকর্তারা।

 

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থী পাঁচজন। এদের মধ্যে কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল), হাবিব উল্লাহ (টুপি), জয়নাল আবেদীন (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরগরম প্রচারণায় গণজোয়ার সৃষ্টি করেছেন। শরীফ বাদশাহ (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ আল নিশান ( চিংড়ি মাছ) তিনি ডামি প্রার্থী হওয়ায় প্রতিযোগিতায় আসবে না বলে জানা গেছে।

 

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং পর্যাপ্ত আনসার বাহিনী মাঠে মোতায়েন থাকবে।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট