চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

হজ ভিসায় শুধু যাওয়া যাবে জেদ্দা, মদিনা ও মক্কায়: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

৭ মে, ২০২৪ | ৪:৩৯ অপরাহ্ণ

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। এছাড়াও এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। খবর গালফ নিউজের।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে এই ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না। এই ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্যও বৈধ হবে না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন